
ছবি : শাটারস্টক
কাপড়ে অপবিত্র কিছু লাগলে সেই কাপড় তিনবার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং প্রত্যেকবার ভালো করে চাপ দিয়ে নিংড়াতে হবে। ভালো করে নিংড়িয়ে ধোয়ার পরও যদি দুর্গন্ধ থেকে যায় কিংবা দাগ থাকে তাহলে এতে কোনো সমস্যা নেই। এতেই কাপড় পবিত্র হয়ে যাবে। -(বেহেশতি জিওর, উর্দূ ২/৭৭)
তিনবারের কথা বলা হয়, যাতে সন্দেহ না থাকে। অন্যথায় যদি প্রবাহমান পানি যেমন, নদী, পুকুরে বা টেপের পানিতে এত বেশি করে ধোয়া হয়, যাতে নাপাকি দূর হওয়ার ব্যাপারে প্রবল ধারণা হয়ে যায় তাহলে তা পবিত্র হয়ে যাবে। এক্ষেত্রে তিনবার নিংড়িয়ে ধোয়া জরুরি নয়। (রদ্দুল মুহতার ১/৩৩৩ আলবাহরুর রায়েক ১/২৩৭ শরহুল মুনইয়া ১৮৩)
হাদিস শরিফে এসেছে, আসমা রাদিয়াল্লাহু তায়ালা আনহা থেকে বর্ণিত, হায়েজের রক্ত কাপড়ে লেগে যাওয়া প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘পানি দিয়ে ঘষা দিবে তারপর পানি দিয়ে ভালোভাবে ধুবে। এরপর নামাজ আদায় করবে।’
(বুখারি, হাদিস, ২২৭,৩০৭ মুসনাদে আহমাদ, হাদীস ৮৭৬৭; আলমাবসূত, সারাখসী ১/৯৩; বাদায়েউস সানায়ে ১/২৪৯; ফাতাওয়া তাতারখানিয়া ১/৪৪৯; আদ্দুররুল মুখতার ১/৩২৯)