অবা-জি এইল্লে চেয়ারম্যান আগে ন দেহি, খুব ভালা হাজ গরের

আনোয়ারা(চট্টগ্রাম) প্রতিনিধি:
“অবা-জি এইল্লে চেয়ারম্যান আগে আর ন দেহি, খুব ভালা হাজ গরের”।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল এর প্রশংসা করে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় উপরোক্ত উক্তিটি করেন বাদশা মিয়া নামের স্থানীয় এক প্রবীন মুরব্বি।
যার অর্থ- ‘ও বাবা এমন চেয়ারম্যান আগে আর দেখিনি, খুব ভাল কাজ করে যাচ্ছে’।
বৃহস্পতিবার(৭জুলাই) বিকেলে দক্ষিণ চট্টগ্রামের পিএবি সড়কের চৌমুহনী বাজারের নিত্য যানজট নিরসনে ইউনিয়ন পরিষদের সদস্যসহ গ্রাম পুলিশদের সাথে নিয়ে লাঠি হাতে রাস্তায় নামেন চেয়ারম্যান সোহেল।
ফলে চিরচেনা যানজটের কবল থেকে মুক্তি পেয়েছে আনোয়ারা, বাঁশখালী, চন্দনাইশ, সাতকানিয়া, চকরিয়া ও পেকুয়া উপজেলার হাজার হাজার ঘরমুখো মানুষ। প্রতিটি ঈদের আগের সময়ে চাতরী চৌমুহনী বাজারের চিরচেনা সেই যানজট এখন আর নেই।
ট্রাফিক পুলিশ এবং আনোয়ারা থানা পুলিশের সাথে সমন্বয় করে যানজট নিরসনে চেয়ারম্যানের এ উদ্যোগের ফলে এবার যানজটমুক্ত পরিবেশে ঘরে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করছেন সাধারণ মানুষ।
এ প্রসঙ্গে  চাতরী ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর এবার প্রথম ঈদে পিএবি সড়কের চাতরী চৌমুহনী বাজারের অসহনীয় যানজট নিরসনের উদ্যোগ গ্রহণ করেছি। যাতে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার মানুষ স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে ঈদুল আযহার ছুটিতে ঘরে ফিরতে পারেন, পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে পারেন। এজন্য আমি আমার পরিষদের সদস্য, চৌকিদারসহ পুরো একটা টিমকে কাজে লাগিয়েছি।
ঈদের আগের দিন পর্যন্ত আমারা এই ভাবে মাঠে থাকব।
এই ওয়েবসাইটের সকল লেখার দায়ভার লেখকের নিজের, স্বাধীন নিউজ কতৃপক্ষ প্রকাশিত লেখার দায়ভার বহন করে না।
এই বিভাগের আরও খবর
- Advertisment -

সর্বাধিক পঠিত

- Advertisment -