
রাসেদ বিল্লাহঃ সদর উপজেলা দাদপুর ইউনিয়নে অসুস্থ যুবলীগ কর্মীকে দেখতে গেছেন নোয়াখালী পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোঃ শহিদুল্যাহ খান সোহেল।
(১৬ জুলাই শনিবার) সদর উপজেলার ২নং দাদপুর ইউনিয়নে বাট বাড়ি নিজ বাড়িতে মুমূর্ষু অবস্থায় অচেতন মোঃ আকরাম হোসেন আজিমকে দেখতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন ও তার রোগমুক্তি কামনা করেন। পরে তার পরিবারের সদস্যদের সাথে কথা বলে সহযোগিতার আস্বস্ত করেন পৌর মেয়র।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস-চেয়ারম্যান নুরুল আলম সিদ্দিকী রাজু, জননেত্রী শেখ হাসিনা পরিষদ জেলা সভাপতি কাজী শিব্বির আহমেদ, জেলা যুবলীগ নেতা মোঃ নাজিম উদ্দিন, নোয়ান্নয় ইউপি চেয়ারম্যান দিলদার হোসেন জুনায়েদ, পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল খায়ের সোহাগ, সদর উপজেলা যুবলীগ নেতা মোঃ নাজমুল হোসেন সোহেল, হাকিমপুর ইউপি সদস্য মোঃ সোহাগ, দাদপুর ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ মাজহারুল ইসলাম নাহিদসহ প্রমুখ।
তিনি গত (১৩ এই এপ্রিল) মাইজদী গ্র্যান্ড হোটেলে ব্রেইন স্ট্রোক করেন।
সঙ্গে সঙ্গে তাকে ঢাকার সোহরাওয়ার্দী হসপিটালে ১ মাস ও নিউরো সাইন্স হাসপাতালে ২ মাস আইসিইউতে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এখনো তার চেতনা ফিরে আসে নাই। তিনি ব্রেইন স্ট্রোক করেছেন বলে তার স্ত্রী… পৌর মেয়রকে জানিয়েছেন। তার শারীরিক অবস্থা বর্তমানে খুবই মুমূর্ষু। তিনি দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের কাছে নিজ স্বামীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া চেয়েছেন।
তিনি ২০০১ সাল থেকে ছাত্র ও যুবলীগের সাথে সম্পৃক্ত হয়ে তৃনমুল পর্যায়ে কাজ করেছেন।
পরবর্তীতে যুবলীগের সাথে যুক্ত হন। বর্তমানে জননেত্রী শেখ হাসিনা পরিষদ নোয়াখালী সদর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে কাজ করে যাচ্ছেন। আকরাম হোসেন আজিম দীর্ঘ ২২ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত রয়েছেন।