
স্বাধীন নিউজ প্রতিবেদক
প্রথমবারের মতো আইপিএলে খেলার সুযোগ পেয়েছেন লিটন দাস। ভিত্তিমূল্যে তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
লিটন ছাড়াও বলিউড বাদশা শাহরুখ খানের দল বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানকেও দলে ভিড়িয়েছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) কোচিতে অনুষ্ঠিত হচ্ছে আইপিএলের ২০২৩ আসরের মিনি নিলাম। সেখান থেকেই সাকিব আল হাসান ও লিটন দাসকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। ফলে আইপিএলের আগামী আসরে তিন বাংলাদেশি ক্রিকেটারকে দেখা যাবে।
বাংলাদেশের হয়ে ২০২২ সালে দারুণ ছন্দে আছেন লিটন দাস। রঙিন কিংবা সাদা, দুই ধরনের পোশাকেই নিজেকে বারবার প্রমাণ করেছেন।
আগে থেকেই ধারণা ছিল লিটনকে দলে নিবে আইপিএলের কোনো দল। প্রথম ডাকে তাকে কেউ দলে না নেওয়ায় অনেকেই হতাশ হয়েছিলেন।
প্রথম ডাকে লিটনের প্রতি আগ্রহ প্রকাশ করেনি কোনো ফ্রাঞ্চাইজি। দ্বিতীয় দফায় ৫০ লক্ষ রুপি ভিত্তি মুল্যে তাকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। এই দলটি ছাড়া আর কোনো ফ্রাঞ্চাইজি আগ্রহ প্রকাশ না তার দাম করায় বাড়েনি।
লিটনের পর পরই সাকিব আল হাসানের দিকে নজর দেয় কলকাতা। আগেও দলটির হয়ে আইপিএল খেলেছিলেন এই অলরাউন্ডার।
এমনকি দলটির হয়ে শিরোপা জয়ের স্বাদও পেয়েছেন। এবার তাকে দলে ভিড়িয়েছে দেড় কোটি রুপি ভিত্তি মূল্যে।
লিটন-সাকিব ছাড়াও নিলামে ছিল তাসকিন আহমেদ ও আফিফ হোসেন ধ্রুবর না। তাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল।
লিটন-সাকিব ছাড়াও আইপিএলে খেলবেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তাকে আগেই দলে ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস।