
মনজুর লিটন।
বরিশালের আগৈলঝাড়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১ ঘটিকায় উপজেলা সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শাখাওয়াত হোসেন সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইস সেরনিয়াবাত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রাণী রায়। এছাড়া উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক(ওসি তদন্ত) জনাব মাজহারুল ইসলাম সুমন, মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন্নেসা নাজমা, আনসার ও ভিডিপি কর্মকর্তা আয়েশা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বখতিয়ার আল মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইমাম কমিটির সভাপতি, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ।