মনজুর লিটন বরিশাল জেলা প্রতিনিধি
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়ন এর রাহুত পাড়া ওয়াবদা সরকারি রাস্তার গাছ কোন অনুমতি ছাড়া কর্তন করেছে গনেশ হালদার এর পুত্র দেবাশিষ হালদার।
জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া উপজেলা ফরেস্টার মনিন্দ্র নাথ হালদার গিয়ে গাছ গুলি কাটা অবস্থায় দেখে ক্রোক দেয়। এরপর প্রতিপক্ষ দেবাশিষ হালদার গাছগুলি নিয়ে ঝামেলা করলে আগৈলঝাড়া থানার পুলিশ সহায়তায় সিজার লিস্ট করে উপজেলা বন কার্যালয় অধীনে রাখা হয়।
আগৈলঝাড়া বাসি অনেকে অভিযোগ করেন বন প্রহরী স্বপন অধিকারী ছত্রছায়ায় এবং তার সাথে সখ্যতা রেখে প্রায়ই বিভিন্ন স্থান থেকে সরকারি গাছ কাটা হয়। এরই ধারাবাহিকতায় এই গাছ কাটার পেছনেও বড় ভূমিকা রয়েছে স্বপন অধিকারী বলে এলাকাবাসীর অভিযোগ করেছে।
এলাকাবাসী মনে করে এবারের ঘটনার পরিপ্রেক্ষিতে বন বিভাগ কি ভূমিকা নেয় তা দেখার বিষয়।