স্টাফ রিপোর্টার,ফজলে আলী ঃ
আজ (সোমবার) ৬ ডিসেম্বর গণতন্ত্র মুক্তির দিন, স্বৈরাচার পতন দিবস।
১৯৯০ সালের এই দিনে আন্দোলনের মুখে পদত্যাগ করেন তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। তিন জোটের রূপরেখা অনুযায়ী একই দিনে তার আগে অস্থায়ী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন তিনি।
এতে এরশাদের ৯ বছরের স্বৈরশাসনের অবসান ঘটে মুক্তি পায় গণতন্ত্র।
১৯৮২ সালের ২৪ মার্চ সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ সামরিক আইন জারির মাধ্যমে ক্ষমতা আসেন।
আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বাধীন দুই জোটসহ বামপন্থী রাজনৈতিক দলগুলোর টানা আন্দোলনের মুখে এরশাদ ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন।
বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠন দিনটিকে ‘স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস’ হিসেবে পালন করে। আর এরশাদের দল জাতীয় পার্টি দিনটিকে পালন করে ‘সংবিধান সংরক্ষণ দিবস’ হিসেবে। দিনটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন পৃথক কর্মসূচির আয়োজন করেছে।