
স্বাধীন নিউজ ডেস্ক!
আল নাসের এবং আল হিলালের মিলিত একাদশের বিরুদ্ধে খেলতে আসার জন্য পিএসজি পাবে ৮৮ কোটি ৫৪ লক্ষ ৬০ হাজার টাকা। অর্থাত্ প্রতি সেকেন্ডে এই ম্যাচের মূল্য ১ লক্ষ ৬৩ হাজার ৯৭৪ টাকা।
মেসি বনাম রোনাল্ডো মুখোমুখি (LM10 vs CR7) তাও আবার এশিয়ার মাটিতে।
হ্যাঁ এমনটা সত্যি সত্যিই হচ্ছে আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা। সৌদি আরবের রিয়াদ শহরে মেসির (Lionel Messi) দল পিএসজি (PSG) খেলবে আল নাসের (Al Nasr) এবং আল হিলালের (Al Hilal) মিলিত দল রিয়াদ ST-১১ দলের বিরুদ্ধে। আর সেখানেই দেখা যাবে মেসি বনাম রোনাল্ডো। তবে ম্যাচ শুরু হওয়ার আগে জেনে নিন কখন কোথায় কিভাবে দেখতে পাবেন এই ম্যাচ।
সৌদি অল-স্টার একাদশ: আল-ওয়াইস, আব্দুলহামিদ, গঞ্জালেজ, হিউন-সু, কোনান, কুয়েলার, আল-ফারাজ, তালিস্কা, ক্যারিলো, ইঘালো, রোনাল্ডো।
পিএসজি: নাভাস, হাকিমি, রামোস, বিটশিয়াবু, বার্নাত, ভিটিহ্ন, সানচেস, সোলের, মেসি, এমবাপ্পে, নেইমার।
পিএসজি এবং সৌদি অল স্টার একাদশের (LM10 vs CR7) মধ্যে প্রীতি ম্যাচটি সৌদি আরবের রিয়াদের কিং ফাহদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ম্যাচটি ভারতীয় সময় অনুযায়ী 10:30 pm শুরু হবে। (সৌদি সময় রাত ৮টা)
মেসি বনাম রোনাল্ডো (LM10 vs CR7) ম্যাচটি পিএসজির অফিসিয়াল ইউটিউব চ্যানেল, পিএসজি টিভি ওয়েবসাইট (PSG TV) এবং পিএসজির অফিসিয়াল ফেসবুক হ্যান্ডেলে সরাসরি সম্প্রচার করা যেতে পারে।
আল নাসের এবং আল হিলালের মিলিত একাদশের বিরুদ্ধে খেলতে আসার জন্য পিএসজি পাবে ৮৮ কোটি ৫৪ লক্ষ ৬০ হাজার টাকা। অর্থাত্ প্রতি সেকেন্ডে এই ম্যাচের মূল্য ১ লক্ষ ৬৩ হাজার ৯৭৪ টাকা।
ফ্রান্সের এক সংবাদমাধ্যম সূত্রে খবর, এই বিরাট পরিমাণের অর্থ যাবে পুরোটাই পিএসজির পকেটে। গত বছরই বিরাট ক্ষতির মধ্যে দিয়ে গেছে পিএসজি ক্লাব।
এ বছরও ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে ১৯ তারিখের এই খেলা সেখান থেকে করা এই বিশাল আয় কিছুটা স্বস্তি দেবে মেসিদের ক্লাবকে।