আজ হবিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হলো

মোহাম্মদ শাহজাহান মিয়া, হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
আজ সারা দেশের মত হবিগঞ্জেও পালিত হলো বিশ্ব  জনসংখ্যা দিবস।
আজ হবিগঞ্জেও পালিত হলো বিশ্ব  জনসংখ্যা দিবস। জেলার নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে এক র্যালির মধ্য দিয়ে আজকের এই কর্মসূচির সূচনা হয়। “৮০০ কোটির পৃথিবী : সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে এ বছর এ দিবসটি উদযাপন করা হয়। র্যালির শেষে বিশেষ আলোচনা সভা এবং পরিবার পরিকল্পনা কর্মীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। হবিগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব ইশরাত জাহান এর সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মো: আবু জাহির। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব বিজেন ব্যানার্জি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), জনাব মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), হবিগঞ্জ; মীর সাজেদুর রহমান, উপপরিচালক, পরিবার পরিকল্পনা, হবিগঞ্জ; জনাব আতাউর রহমান সেলিম, মেয়র, হবিগঞ্জ পৌরসভা; জনাব মো: মোতাচ্ছিরুল ইসলাম, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, হবিগঞ্জ, পরিবার পরিকল্পনা কর্মীবৃন্দসহ অন্যান্য সুধীজন।
এই ওয়েবসাইটের সকল লেখার দায়ভার লেখকের নিজের, স্বাধীন নিউজ কতৃপক্ষ প্রকাশিত লেখার দায়ভার বহন করে না।
এই বিভাগের আরও খবর
- Advertisment -

সর্বাধিক পঠিত

- Advertisment -