আনোয়ারায় এখনও সরগরম হয়নি কোরবানীর পশুর হাট

 

রফিক তালুকদার, আনোয়ারা

পবিত্র ঈদ-উল-আযহা বা কোরবানীর ঈদের বাকি আছে আর মাত্র পাঁচ দিন। অন্যান্য  বছরে জিলহজ্ব মাসের চাঁদ দেখার সাথে সাথে নগর বন্দর ও গ্রামে গঞ্জে সর্বত্রই যে ভাবে কোরবানীর পশু ভিত্তিক নানা বিশ্লেষণ ও আলোচনায় সরগরম হয়ে পড়তো, এ বারের চাঁদ দেখা থেকে শুরু আজ অবধি সে ধরণের আলোচনা কিংবা বিশ্লেষণে তেমন সরগরম হয়নি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাট বাজার এবং সাধারণ মানুষের আড্ডাস্থল চায়ের দোকান গুলো।

মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম এ উৎসবকে ঘিরে মানুষের মাঝে লক্ষ্য করা যাচ্ছেনা তেমন কোন মাতামাতি, আপাতদৃষ্টিতে এ বিষয়ে উপজেলা জুড়ে এক ধরণের নিরুত্তাপ লক্ষনীয়।

মানুষের উপর বহমান বৈশ্বিক মহামারি করোনার ধকল, তার উপর নিত্যপ্রয়োজনীয় পন্যসহ সবকিছুর লাগামহীন মূল্যে নিশ্চিন্ত জিবন যাপনে অতি দুঃসময় পার করছে সাধারণ মধ্যবিত্ত শ্রেণীর জনগোষ্টি, এমতাবস্থায় বাড়তি খরচের এ উৎসব নিয়ে আগের মত উৎসাহ উদ্দীপনা না থাকাটাই স্বাভাবিক, এমনটাই মনে করেন সচেতন বিজ্ঞ মহল।

সোমবার(৪ জুলাই) উপজেলার অন্যতম বৃহত্তম দু’টি পশুর হাট সরকার হাট এবং বটতলী রুস্তম হাট ঘুরে গরু, মহিষ ও ছাগলের বিপুল সমাহার দেখা গেলেও তুলনামূলক ক্রেতা সাধারণের উপস্থিতি একেবারেই অপ্রতুল। তা ছাড়া বিক্রেতাদের হাঁকানো মূল্যতেও অতি চড়া ভাব লক্ষ করা যায়।

উপজেলা প্রাণীসম্পদ অফিসের তথ্য মতে এ বারের কোরবানী উপলক্ষে আনোয়ারা উপজেলায় ৬০ হাজারেরও বেশী গবাদিপশুর মজুত রয়েছে। ছোট বড় প্রায় ৯শত খামারে পালিত হওয়া এসব গবাদি পশু নিরাপদে মোটাতাজা করন কাজের তদারকি করেছে প্রাণিসম্পদ অফিস।

আনোয়ারা উপজেলা উপ সহকারী প্রাণী সম্পদ অফিসার দোলন কান্তি দাস জানান, প্রতি বৎসরের ন্যায় এবারও আসন্ন কোরবানীকে ঘিরে উপজেলার বিভিন্ন খামারে পালিত হওয়া এসব পশু স্থানীয় বাজার ছাড়াও শহরের বিভিন্ন বাজারে বিক্রিত হবে।  উপজেলার সকল কোরবানির পশুর হাটে বরাবরের মতো ভেটেরিনারি চিকিৎসক থাকবেন, ক্রেতা ও খামারিরা চাইলেই তাদের সেবা পাবেন।

আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জুবায়ের আহমেদ বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আনোয়ারায় নির্ধারিত পশুর বাজার সমূহে ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলায় সরকারি ভাবে ৩টি পশুর বাজার থাকলেও কোরবানী উপলক্ষে বিভিন্ন ইউনিয়নে অস্থায়ী ভাবে স্থাপিত কয়েকটি হাটেও চলবে কোরবানীর পশু ক্রয় বিক্রয়।

করোনা পরিস্থিতি যেহেতু আবারও অবনতির দিকে যাচ্ছে সেহুতু জনসাধারণকে  স্বাস্থ্যবিধি অনুসরণ করার বিষয়ে সার্বক্ষণিক প্রচারনা চালানো হচ্ছে।  এছাড়াও হাটগুলোতে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পরিচালনা করা হবে মোবাইল কোর্ট।

এই ওয়েবসাইটের সকল লেখার দায়ভার লেখকের নিজের, স্বাধীন নিউজ কতৃপক্ষ প্রকাশিত লেখার দায়ভার বহন করে না।
এই বিভাগের আরও খবর
- Advertisment -

সর্বাধিক পঠিত

- Advertisment -