আনোয়ারা(চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্ত্র ঠেকিয়ে ডাকাতির স্টাইলে খামার থেকে প্রায় ছয় লাখ টাকা দামের বিরাটাকৃতির তিনটি গরু (ষাঁড়) চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার(১০ মে) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. ইলিয়াছ বাবুর খামারে ষাঁড় চুরির এ ঘটনা ঘটে।
খামারের মালিক ইলিয়াছ বাবু জানান, রাতে আমি খামারেই ঘুমোচ্ছিলাম, হঠাৎ ঘুম ভাঙলে দেখি ৪ জন দুর্বৃত্ত গ্রিল ভেঙে খামারে ঢুকে পড়েছে।
আমি কিছু বুঝে উঠার আগেই তারা পুলিশ পরিচয় দিয়ে অস্ত্র ঠেকিয়ে আমাকে আটক করে।
আমি কারণ জানতে চাইলে তারা আমার গলা টিপে ধরে হাত-পা বেঁধে ফেলে। পরে চিৎকার করলে কাপড় দিয়ে চোখ-মুখ বেঁধে খাটের ওপর ফেলে আমাকে প্রচন্ড ভাবে মারধর করতে থাকে, তাদের মারধরের এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে পড়ি। ওই সময়ে খামারের তিনটি বড় বিরিশ গরু (ষাঁড়) নিয়ে যায় দুর্বৃত্তরা।
তিনি আরও জানান, ঘটনার প্রায় আধ ঘণ্টা পর আমার জ্ঞান ফিরলে কোন রকমে হেঁচড়ে গিয়ে প্রতিবেশি এক ঘরের দরজায় পা দিয়ে ধাক্কা দিই। এ সময় প্রতিবেশি লোকজন বের হয়ে আমাকে হাত-মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করে। এরপর ৯৯৯ এ ফোন করলে কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তার আগেই চোরেরা পালিয়ে যায়।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ(ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, ডাকাতি নয়, অস্ত্রের ভয় দেখিয়ে তিনটি ষাঁড় চুরি হয়েছে।
আমরা ঘটনাস্থলে গিয়েছি, খামারের মালিক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন, পুলিশ গরু উদ্ধারসহ চোরদের ধরতে কাজ করছে।