নিজস্ব প্রতিনিধি স্বাধীন নিউজ চট্টগ্রাম
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক লাখ ২৮ হাজার ৫০ পিস ইয়াবাসহ একজনকে আব্দুল মান্নান (৪৫) নামে এক ব্যক্তিকে করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
শুক্রবার (২৬ নভেম্বর) সকাল সোয়া ১১টায় রায়পুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আব্দুল মান্নান (৪৫) আনোয়ারা থানার খোদ্দগহিরা এলাকার মৃত ছালেহ আহম্মদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নিয়াজ মোহাম্মদ চপল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারার রায়পুর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মান্নান নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। পরে তার বাড়ির খাটের নিচ থেকে ১ লাখ ২৮ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক মূল্য ৪ কোটি টাকা। গ্রেফতার আব্দুল মান্নানকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।