আবারো মা হতে চলেছেন রানি মুখার্জি!

বিনোদন ডেস্ক: Mardaani 2 এর পর মর্দানি গার্লকে আর সেভাবে দেখা যায়নি ক্যামেরার সামনে। যদিও করণ জোহরের ৫০ তম জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন তিনি, সেই সময় তার ছবি ক্যামেরার সামনে এলেও, বর্তমানে একেবারে গায়েব। চুটিয়ে মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেত্রী।

সদ্য, রানি মুখার্জিকে (Rani Mukerji) পাওয়া গেল মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে। এদিন তার পরনে ছিল একটি সবুজ সালোয়ার স্যুট ও গোলাপী দোপাট্টা। সিদ্ধিবিনায়ক মন্দিরে কার্যত পুজো দিতেই এসেছিলেন অভিনেত্রী একা।

গত শুক্রবার মুক্তি পেয়েছে শামশেরা (Shamshera)। রানি এবং আদিত্য চোপড়া আশা করছেন যে সপ্তাহান্তে ছবিটির ব্যবসা ভালো হবে। বক্স অফিসে দারুন ফল করবে শামশেরা। এদিন রানিকে দেখে অনেকেই ছবি তুলতে চায়, এবং অভিনেত্রী নিজেও অনুরাগীদের সঙ্গে হাসি মুখে দাঁড়িয়ে ছবি তোলেন।

এই ওয়েবসাইটের সকল লেখার দায়ভার লেখকের নিজের, স্বাধীন নিউজ কতৃপক্ষ প্রকাশিত লেখার দায়ভার বহন করে না।
এই বিভাগের আরও খবর
- Advertisment -

সর্বাধিক পঠিত

- Advertisment -