
যশোর প্রতিনিধি
সিলেটে বিএনপির জনসমাবেশে বক্তব্য দেন রুহুল কবির রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগ এখন আর রাজনৈতিক দল নয়, একটি সন্ত্রাসী সংগঠন। কারণ তারা জানে, সুষ্ঠু ভোট হলে জিততে পারবে না।’
শনিবার (২৭ মে) বিকালে যশোর শহরের ভোলা ট্যাংক রোডে জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘আমেরিকা নতুন ভিসা নীতি ঘোষণা করলেও সরকার তা লুকিয়ে রেখেছিল। প্রধানমন্ত্রী আমেরিকার ওপর রাগান্বিত। শেখ হাসিনা ও তার লোকজন মনে করেন, এ দেশের মানুষ তাদের ক্রীতদাস। আমাদের কথা বলার অধিকার নেই। তারা মনে করেন, এ দেশ তাদের পৈতৃক সম্পত্তি। আমরা মনে করি, এ দেশ জনগণের। এখানে প্রত্যেকের সমান অধিকার।’
তিনি বলেন, ‘বেগম জিয়া এখন বন্দি। গায়েবি মামলায় যশোরের গুরুত্বপূর্ণ নেতাকর্মীরাও কারাগারে। এখন আমাদের কাছে কারাগার ও বাড়ির মধ্যে কোনও পার্থক্য নেই। আমরা কেউই নির্বিঘ্নে চলাচল করতে পারছি না।’
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে জনসমাবেশে রিজভী বলেন, ‘ঢাকায় ৯০০ টাকা কেজির গরুর মাংস খাইয়ে প্রধানমন্ত্রী কাতারে গিয়ে উন্নয়নের গল্প শোনান। আমেরিকা লন্ডনে গিয়েও এই উন্নয়নের গল্প শোনান।’
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যের গতিকে আলোর গতির সঙ্গে তুলনা করে বলেন, ‘বর্তমানে দ্রব্যমূল্য শব্দের গতিতে নয়, প্রতি সেকেন্ডে এক লাখ ৮৬ হাজার মাইল গতিতে (আলোর গতি) ধাবিত হচ্ছে।’
তিনি বলেন, ‘এখন নির্বাচন হলে সেটা আর দিনের আলোয় হবে না। রাতেই ব্যালট বাক্স ভরে যাবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজের মতো সাজিয়েছেন, আর ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে আপনার গুণ্ডা বাহিনী শাসিয়ে আসবে যেন ভোটাররা ভোট কেন্দ্রে না যায়।’
জনসমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, সহ স্বাস্থ্য সম্পাদক জাহানারা সিদ্দিকী, কেন্দ্রীয় সদস্য সাবেরা ইসলাম মুন্নি, সাবেক দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি তরিকুল ইসলাম বনি, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, নগর মহিলা দলের আহবায়ক শামসুন্নাহার পান্না প্রমুখ।