
স্বাধীন নিউজ ডেস্ক
হাহাকার মানবতা বিশ্ব জুড়ে
কেমন খেলছে নিটুর খেলা।
মানুষ হত্যার চলছে প্রতিযোগিতা
চলছে মৃত্যুর বলি খেলা।
কোন জগতে আছি মোরা
কোথায় করছি মোরা বসবাস।
সত্যের আলো নিভে গেলো
তাইতো আজ মানবতার নাশ।
বিপন্ন মানবতা হারিয়ে যাচ্ছে
নেই মানুষের মানবিক গুণ।
বিশ্ব জুড়ে পশুর মতো
শুধু মানুষ হচ্ছে খুন।
প্রতিদিন দেখি খবরের পাতাই
মানুষের আর্তনাদের দৃশ্য।
ঘর পরিবার স্বজন হারিয়ে
কত মানুষ হয়েছে নিঃশ্ব।
বিশ্ব জুড়ে অমানুষ আছে
মানুষ খুন করাই তাদের ইস্যু।
তাদের হাত থেকে পাইনি রেহাই
মায়ের কোলে থাকা ছোট শিশু।
ভাই বোনরা আমার নির্যাতিত
কত যন্ত্রনাই ভুগছে সবাই।
প্রতিদিন শত ভাই বোনকে আমার
কীভাবে করছে ওরা জবাই।
নিজের পরিবারে আসলে আঘাত
কেউ তখন বসে থাকেনা ভাই।
তখনতো সে’জন বিপ্লবী হয়ে
শত্রু মোকাবেলা করতে যাই।
আজ কেন সবাই চেতনা হারা
মানুষের বিবেক গেলো কই?
অন্যায় দেখে ও ঘরের মাঝে
কেমনে হাত গুটিয়ে রয়?
বিশ্বের মাঝে আজ কোথাও
নাই দেখি জাগ্রত জনতা।
শুনি মজলুমের করুন আর্তনাদ
আজ হাহাকার মানবতা।