
স্বাধীন নিউজ ডেস্ক: রাজশাহী জেলার বানেশ্বর বাজারে মৌসুমের শেষে বেড়েছে আমের দাম। ব্যবসায়ীরা বলছেন, আমদানি কমার কারণে আমের দাম মণে বেড়েছে এক থেকে দেড় হাজার টাকা। যা ৫ বছরের মধ্যে সর্বোচ্চ দাম বলে মন্তব্য তাদের।
বিজ্ঞাপন
সোমবার (১৮ জুলাই) দুপুরে বানেশ্বরে খোঁজ নিয়ে জানা গেছে, বাজারে এখন দেখা মিলছে নাক ফজলি, ফজলি, আশ্বিনা, আম্রপালি ও সামান্য হাঁড়িভাঙ্গা জাতের আম। আশি^না আম বেশি রয়েছে বাজারে। বেশ চড়া দামে বিক্রি হচ্ছে আম্রপালি আম। বড় জাতের আমের মধ্যে বিক্রি হচ্ছে ফজলি আর আশ্বিনা।
বানেশ্বর বাজারের আম ব্যবসায়ী শাহিনুর রহমান জানান, বানেশ্বর আমের হাটে বর্তমানে ৪ ধরনের আম বেশি বেচা-কেনা হচ্ছে। ফজলি, আম্রপালি, বারি-৪, আশ্বিনা ও হাঁড়িভাঙ্গা। এসব আমের মধ্যে দাম বেড়েছে ফজলি ও আম্রপালি আমের।