সংবাদদাতাঃ
চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের উদ্যোগে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা এবং দোয়া মাফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে শনিবার রাতে জুম এপ্সের মাধ্যমে শহীদ আল্লামা সাঈদী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল জেলা আমীর অধ্যাপক নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এইচ এম হামিদুর রহমান আজাদ। জেলা সেক্রেটারি আলাউদ্দিন শিকদারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, সাবেক জেলা আমীর ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা বোরহান উদ্দিন, ছাত্রশিবির চট্টগ্রাম জেলা উত্তরের সভাপতি নাজমুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে হামিদুর রহমান আজাদ বলেন, আল্লামা সাঈদী অর্ধ শতাব্দীরও বেশি সময় কুরআনের খিদমত করেছেন। বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তিনি ছুটে বেড়িয়েছেন মহাগ্রন্থ আল কুরআনের তাফসীরের জন্য। তাঁর তাফসীর শুনে বহু অমুসলিম ইসলাম গ্রহণ করেছেন। বাংলাদেশের প্রতিটি জনপদে তিনি কুরআনের মাহফিল করে মানুষের কাছে আল্লাহর বানী পৌঁছে দিয়েছেন। বাংলাদেশে ইসলামী জাগরণ সৃষ্টির ক্ষেত্রে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি তাঁর যৌবন কাটিয়েছেন কুরআনের তাফসীরের ময়দানে আর শেষ দিনগুলো কাটিয়েছেন কারাগারে।
ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে আজীবন সংগ্রাম করেছেন এই মহান দাঈ ইলাল্লাহ। সরকারের জুলুম-নির্যাতন তাঁকে আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন থেকে বিচ্যূত করতে পারেনি। মিথ্যা ও যড়ন্ত্রমূলক মামলায় তাঁকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে তাঁর ওপর চরম অন্যায় করা হয়েছে। তাঁর ইন্তিকাল বিশ্ব ইসলামী আন্দোলনের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তাঁর এ শূন্য স্থান সহজে পূরণ হবার নয়। আল্লাহ রাব্বুল আলামীন তাঁর শূন্যতা কাটিয়ে উঠার তাওফীক দিন, আমীন।