আশুলিয়ায় আগুনে পুড়লো শ্রমিক কলোনির ৯টি ঘর

 

মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি

 

সাভারের আশুলিয়ায় ভয়াভহ আগুনে পুড়ে গেছে একটি শ্রমিক কলোনির ৯টি বতস ঘর। এসময় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন অন্তত পাঁচজন।

বুধবার (২০ জুলাই) ভোর রাতে উপজেলার আশুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম এলাকার লিয়াকতের বাড়িতে এ আগুন লাগে।

ফায়ার সার্ভিস জানায়, ভোর রাতে পাড়াগ্রাম এলাকায় একটি মার্কেটের বেকারীর চুলায় আগুন লাগে। এসময় আগুনের তীব্রতা বেশী হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন বেকারীর পাশের লিয়াকতের বাড়িতে ছড়িয়ে পড়ে। সেখানে নয়টি আধাপাকা ঘরসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে ঘণ্টা খানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে অন্তত পাঁচজন। আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এই ওয়েবসাইটের সকল লেখার দায়ভার লেখকের নিজের, স্বাধীন নিউজ কতৃপক্ষ প্রকাশিত লেখার দায়ভার বহন করে না।
এই বিভাগের আরও খবর
- Advertisment -

সর্বাধিক পঠিত

- Advertisment -