
মো শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
সাভার ও আশুলিয়ায় অজ্ঞাত এক নারীসহ দুই জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে সাভার পৌর এলাকার কর্ণপাড়া মহল্লা ও আশুলিয়ার জিরাবো এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, সকালে পৌর এলাকার উলাইলের কর্ণপাড়া মহল্লার মামুনের নির্মাণাধীন পাঁচ তলা বাড়ির নিচে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত (৩৫) বছর বয়সী এক নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা। সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়।
এলাকাবাসী বলছে, অজ্ঞাত ওই নারীকে এর আগে তারা কখনো এলাকায় বা কোথাও চলাফেরা করতে দেখেননি বা চেনেনও না। কিভাবে ওই নারী ওই পাঁচ তলা বাড়িতে ঝুলে মারা গেছে তা নিয়ে এলাকাবাসীর মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। আর ওই বাড়িতে শুধু নির্মাণ শ্রমিকরা বসবাস করেন। এছাড়া সন্ধ্যার পরে ওই বাড়ির সামনের রাস্তা দিয়ে মানুষের চলাচলও কমে যায়।
এলাকাবাসীর ধারণা অজ্ঞাত ওই নারীকে কেউ হত্যা করে ঝুলিয়ে রাখতে পারে। তদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ উৎঘাটনের আহবান জানিয়েছেন তারা।
এ বিষয়ে সাভার মডেল থানার এস আই হারুন বলেন, অজ্ঞাত ওই নারীর নাম পরিচয় জানার চেষ্টা চলছে। কিভাবে তার মৃত্যু হয়েছে তদন্ত করা হচ্ছে।
অপরদিকে আশুলিয়ার জিরাবো বটতলা এলাকা থেকে রফিকুল ইসলাম নামে (২৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী জানায়, রবিবার ওই যুবক গ্রামের বাড়িতে থাকা তার মাকে ফোন করে নিজের মৃত্যু সংশয়ের কথা জানান। মাকে তিনি জানান, কয়েকজন যুবকের সাথে তার প্রচণ্ড ঝগড়া হয়েছে। তাকে যেকোন সময় তারা মেরে ফেলতে পারে।
পরে সোমবার সকালে বটতলা এলাকার একটি পরিত্যক্ত মাঠে গলায় গামছা পেছানো অবস্থায় তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ।
নিহত ওই যুবকের বাড়ি নেত্রকোণা জেলায়।
এবিষয়ে আশুলিয়া থানার এস আই হাসিব বলেন, ওই যুবকের কিভাবে মৃত্যু হয়েছে তদন্ত চলছে ও আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে নিহতের পরিবারের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে।
এছাড়াও আশুলিয়ার ইউনিক এলাকায় এক গার্মেন্টস শ্রমিককে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করেছে এক ব্যক্তি। পরে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে।
এসব ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় তিনটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।