আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত কিছু বৃদ্ধ ও প্রতিবন্ধী মানুষের মাঝে উপহার বিতরণ

0
224

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব
শুভ আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত কিছু বৃদ্ধ ও প্রতিবন্ধী মানুষের মাঝে চট্টগ্রামের রাউজান পূর্বগুজরা হোয়ারাপাড়া থেকে মানবিক উপহার বিতরণ করলেন মনচন্দ্র, সুশীলা-বিমান,পটু ফাউন্ডেশন।

বুধবার(১৩ জুলাই ২০২২) Dhammakotha ধম্মকথা বৌদ্ধ অনলাইন মুখপত্র’র উদ্যোগে মনচন্দ্র,সুশীলা- বিমান,পটু ফাউন্ডেশন এর পক্ষে শুভ আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে সিলেটের নবাবরোড ও ঘাসিটোলা এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত কিছু বৃদ্ধ ও প্রতিবন্ধী মানুষের মাঝে মানবিক উপহার বিতরণ করা হয়।
বিতরণ কাজ সুসম্পন্ন করেন ধম্মকথা পরিবারের শেলু বড়ুয়া, সেতু বড়ুয়া মুক্তা, সীমান্ত বড়ুয়া জয় সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ এই মানবিক ফাউন্ডেশনের কর্ণধারগন বাবু তাপস কান্তি বড়ুয়া, কুনাল কান্তি বড়ুয়া, অরুণ বড়ুয়া, তরুণ বড়ুয়া সিলেটের জন্য মানবতার ফেরিওয়ালা সাংবাদিক উৎফল বড়ুয়াকে মানবিক কাজে করোনা কালীন সময় থেকে বর্তমান পর্যন্ত মানবিক উপহার নিয়ে, শীতকাল শীতবস্ত্র বিতরণ, শিশুদের জন্য শিক্ষা সামগ্রী বিতরণ সহ সকল মানবিক কাজে সদা সর্বদা এগিয়ে এসে পাশে দাঁড়িয়ে মানবতার সেবায় অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছেন।