Aayan Sikdar
স্যোশাল মিডিয়ার মাধ্যমে বর্তমান সময়ের মানুষ অনেক বেশি জ্ঞান লাভ করতে পারে। বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারে স্যোশাল মিডিয়ার মাধ্যমে। তবে এই স্যোশাল মিডিয়ায় ব্যবহার করেই আজকের দিনে বহু মানুষ লক্ষ লক্ষ টাকা উপার্জন করছেন।
আর এই পথের মধ্যে সবথেকে জনপ্রিয় একটি পথ হল ইউটিউব (youtube)। বর্তমান সময়ের বহু তরুণ তরুণীরা ইউটিউবের (youtube) মাধ্যমে বহু টাকা উপার্জন করছেন। এতে করে বাইরে যাওয়ারও কোন প্রয়োজন নেই। ধরে বসেই আয় করছেন কোটি কোটি টাকা।
চুলের বৃদ্ধি কিভাবে শুরু করবেন? 3 মাস এবং আপনি আপনার মাথার টাক ভুলে যাবেন!
এই পদ্ধতি পুরুষ এবং মহিলাদের উভয় সাহায্য করবে।
ক্যারি মিনাটি (CarryMinati)– ক্যারি মিনাটি নামে পরিচিত জনপ্রিয় ইউটিউবারের আসল নাম অজয় নগর। মাত্র ২৩ বছর বয়সেই ৩৫.৯ মিলিয়ন সাবস্ক্রাইবার থাকায় ভারতের সবথেকে বড় ইউটিউবার হলেন ক্যারি মিনাটি।
ভুবন বাম (Bhuvan Bam)– স্যোশাল মিডিয়ায় ‘বিবি কি ভাইনস’ ইউটিউব চ্যানেলের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন ভুবন বাম। মাত্র ২৮ বছর বয়সেই গোটা বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছেন তিনি। এই মুহূর্তে ২৫.৪ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে তাঁর, যা থেকে প্রতি মাসে কোটি টাকা আয় করেন তিনি।
অমিত ভাদানা (Amit Bhadana)– ইউটিউবে (youtube) মজাদার ভিডিও শেয়ার করার জন্য বেশ জনপ্রিয় হয়েছেন অমিত ভাদানা। মাত্র ২৭ বছর বয়সেই জনপ্রিয়তা অর্জন করে আজকের দিনে ভারতের বিখ্যাত ইউটিউবারদের মধ্যে অন্যতম হলেন অমিত ভাদানা। ইউটিউবে তাঁর ২৪ মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার থাকায় কোটি টাকা আয় করেন সেখান থেকে।
মিস্টার ইন্ডিয়া হ্যাকার (Mr. Indian Hacker)- ইউটিউবের আরও একজন বিখ্যাত ব্যক্তিত্ব হলেন দিলরাজ সিং রাওয়াত, যার চ্যানেলের নাম মিস্টার ইন্ডিয়া হ্যাকার। ২৬.১ মিলিয়ন গ্রাহক থাকায় প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেন ২৬ বছর বয়সী এই যুবক।
গৌরব চৌধুরী (Gaurav Chaudhary)- টেকনিক্যাল গুরুজি নামেই ইউটিউবে খ্যাতি অর্জন করেছেন গৌরব চৌধুরী। ৩১ বছরের বয়সেই ইউটিউব থেকে প্রায় ৩২৬ কোটি টাকা উপার্জন করেছেন তিনি। গৌরব চৌধুরীর সাবস্ক্রাইবার রয়েছে ২২ মিলিয়ন।
হর্ষ বেনিওয়াল (Harsh Beniwal)– ভারতের বড় বড় ইউটিউবারদের মধ্যে অন্যতম হলেন হর্ষ বেনিওয়াল। সাবস্ক্রাইবার রয়েছে ১৪.৮ মিলিয়ন। মাত্র ২৬ বছর বয়সেই নিজের কাজের দক্ষতার মধ্য দিয়ে বলিউডেও জায়গা করে নিয়েছেন তিনি।