
সাকিব জাহান (মিশু)
যদি বৈশাখী গোলাপ হতাম,
আমাকে উপহার দিত।
যদি আকাশের চাঁদ হতাম,
আমাকে উপমার সাথে তুলনা করত।
যদি বাগানের ফুল হতাম,
অনেকে বাগানের মালি হত।
যদি বাতাস হতাম,
অনুভাব করত।
যদি শীতের সকালের রোদ হতাম,
সবাই গায়ে মাখত।
যদি কোকিল হতাম,
আমার সুরে গান গাইত।
যদি আলো হতাম,
আমাকে নিয়ে পথ চলত।
যদি সাগর হতাম,
আমার বুকে ডুব দিত !