
ঈদ হচ্ছে পবিত্র,ঈদ হচ্ছে খুশির
ঈদ হচ্ছে আনন্দের, ঈদ হচ্ছে ক্ষমার
ঈদ হচ্ছে প্রার্থনার, ঈদ হচ্ছে মিলনের।
জিলহজ্জ মাসের দশ তারিখে
এলো ঈদুল আযহা।
ধনী গরিব সবার মনে
আনন্দ আর মঝা।
রাগ অনুরাগ যতই থাকুক
হৃদয় যত পাষান৷
দ্বীন-দুঃখীনির মুখে
ফুটছে সুখের হাসি।
তাইতো মনে আনন্দ আজ
এলো ঈদের খুশি।
ভাইয়ের সাথে ভাই মিলবে,
ভুলে অভিমান।
এককাতারে পড়বে নামাজ
আজ ঈদের দিনে।
নামাজ শেষে কোলাকোলি
করবে সবার সনে।
ঈদ হচ্ছে মুসলমানের বড়ই খুশির,
পবিত্র উৎসব।
বৃদ্ধ বাদশা-ফকির
সবার মুখেই রব।