একজন, পাঁচজন নয় ২৭ যাত্রী পাওয়া গেলো এক অটোতে

আন্তর্জাতিক ডেস্ক |

এমন আজব কাণ্ডও ঘটে। ভারতের উত্তরপ্রদেশে একটি অটোতে একজন কিংবা পাঁচজন নয়, পাওয়া গেলো ২৭ যাত্রীকে। পুলিশ অটোটি আটকালে চোখে পড়ে এমন দৃশ্য।

এ ধরনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা গেছে যে, অটোচালক ২৭ জন যাত্রী পরিবহন করছেন। অটোটি পুলিশ থামানোর পর সেখান থেকে একে একে বের হন ২৭ জন যাত্রী।

जनसंख्या विस्फोट का दुष्परिणाम

ऑटो एक और सवारी सत्ताईसpic.twitter.com/ex7QCiRJTp

— Ashwini Upadhyay (@AshwiniUpadhyay) July 11, 2022
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফতেহপুর জেলায়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এই ওয়েবসাইটের সকল লেখার দায়ভার লেখকের নিজের, স্বাধীন নিউজ কতৃপক্ষ প্রকাশিত লেখার দায়ভার বহন করে না।
এই বিভাগের আরও খবর
- Advertisment -

সর্বাধিক পঠিত

- Advertisment -