স্বাধীন নিউজ ডেস্ক
নিহত ব্যক্তিদের মধ্যে ৩৭.৯৩ শতাংশই মোটরসাইকেলের চালক ও আরোহী। এরপর আছেন পথচারী।
ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় সারা দেশে যতো জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে ৪৪.২৬ শতাংশই মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
শনিবার (৭ মে) সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা রোড সেফটি ফাউন্ডেশনের পক্ষ থেকে এপ্রিল মাসের দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশ করা হয়। সংগঠনটি সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করে।
সংগঠনটি জানিয়েছে, এ বছরের এপ্রিল মাসে দেশে ৪২৭টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৫৪৩ জন ও আহত হয়েছেন ৬১২ জন।