এশিয়ান গেমসের নতুন তারিখ ঘোষণা

স্পোর্টস ডেস্ক: করোনার কারণে স্থগিত হয়ে যাওয়া ২০২২ হাংজু এশিয়ান গেমস আগামী বছর আয়োজনের ঘোষণা দিয়েছে চায়না।

নতুন তারিখ অনুযায়ী চায়নার হাংজু শহরে ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত এই গেমস অনুষ্ঠিত হবে। অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ) এই তারিখ ঘোষনা করেছে।

চলতি বছর সেপ্টেম্বরে এশিয়ান গেমস আয়োজনের কথা থাকলেও কোভিড-১৯ এর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় মে মাসে তা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়। চায়নার সবচেয়ে বড় শহর সাংহাই থেকে ২০০ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত হাংজু। কিন্তু করোনার কারনে সাংহাইতে বছরের শুরুতে প্রায় মাস খানেক লক ডাউন ছিল।

ওসিএ জানিয়েছে অন্য কোন বড় আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টের সাথে যাতে সাংঘর্ষিক না হয় সে কারনেই এশিয়ান গেমসের নতুন এই তারিখ বেছে নেয়া হয়েছে। পুরো এশিয়া মহাদেশ থেকে সর্ববৃহৎ এই ক্রীড়া আসরে ১০ হাজারেরও বেশী ক্রীড়াবিদ অংশ নিয়ে থাকে।

ইতোমধ্যেই করোনার কারনে জুনে চেংডুতে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসও করোনার কারনে স্থগিত হয়ে গিয়েছিল। সেই গেমসেও আগামী বছর আয়োজনের পরিকল্পনা করছে চায়না।

এই ওয়েবসাইটের সকল লেখার দায়ভার লেখকের নিজের, স্বাধীন নিউজ কতৃপক্ষ প্রকাশিত লেখার দায়ভার বহন করে না।
এই বিভাগের আরও খবর
- Advertisment -

সর্বাধিক পঠিত

- Advertisment -