এ যেন গরিবের এসির সুখ!

স্বাধীন নিউজ ডেস্ক : ‘গরম যখন চরমে’ শিরোনামে এক ড্রামের পানিতে বাবা, ছেলে ও মেয়ে শান্তির পরশ খুঁজছেন! এ ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

জহিরুল ইসলাম নয়ন নামের একজন তার ফেসবুকে ছবিটি শুক্রবার (১৫ জুলাই) দুপুরে পোস্ট করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছবিটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। মুহূর্তের মাঝে হাজারও ফেসবুক আইডিতে ছড়িয়ে যায়।

জহিরুল ইসলাম নয়ন জানান, গরমে সারা দেশের মতো পরিবারের সবাই অতিষ্ঠ! সেই গরম থেকে বাঁচতে ড্রামে ঠাণ্ডা পানি ঢেলে সেখানেই ছেলে আর মেয়েকে নিয়ে জীবনের একটু স্বস্তির চেষ্টা করেছি। এ যেন গরিবের এসির সুখ!

তিনি আরও জানান, ওই ড্রামে একসঙ্গে ছিলেন তার কন্যা নায়েলা নাজিবাহ ইসলাম রূপকথা আর পুত্র আব্দুল্লাহ আল জুরাইজ। তাদের বাড়ি ময়মনসিংহে। আর ছবিটি ক্যামেরাবন্দি করেন জহিরুল ইসলাম নয়নের স্ত্রী লুলু মারাজান লুসি।

এই ওয়েবসাইটের সকল লেখার দায়ভার লেখকের নিজের, স্বাধীন নিউজ কতৃপক্ষ প্রকাশিত লেখার দায়ভার বহন করে না।
এই বিভাগের আরও খবর
- Advertisment -

সর্বাধিক পঠিত

- Advertisment -