
ইয়ামিন হুসাইন, ঢাকা ব্যুরো প্রধান
মানুষ তার সপ্নের মতো বড়। কিন্তু সব সপ্নই কি বাস্তবে দেখা যায়? এর জন্য প্রয়োজন হয়, কঠিন পরিশ্রম। সঙ্গে থাকতে হবে একাগ্রতা এবং সসতা। বাংলা এবং বাঙালি জাতির সামনে এখন সপ্ন পুরোনের আরো একটি নতুন অধ্যায়।
নিজ সামর্থ্য এবং নিজ সক্ষমতায় এখন মাথা উঁচু করে দাড়িয়ে আছে সপ্নের মেট্রোরেল। বাংলাদেশ চলে গেল বৈদ্যুতিক রেল কিংবা মেট্রোরেলের জগতে। গগনা এখন মিনিটের। যুগ, বছর, মাস, সপ্তাহ, দিন কিংবা ঘন্টা শেষে অপেক্ষা এখন, কয়েক মিনিটের।
অর্থাৎ আর মাত্র কয়েক মিনিট পরই ঠিক বেলা ১১টায়, সপ্নের মেট্রোরেল উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই উত্তরার দিয়াবাড়ি স্টেশন দিয়ে, মেট্রোরেলের প্রথম যাত্রী হয়ে আগারগাঁও পৌছানোর কথা রয়েছে বঙ্গবন্ধু কন্যার।