রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর রেল ব্রিজে ঘুরতে এসে ট্রেনে কাটা পড়ে আলহাজ্ব হোসেন (১৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মুছিদাহ গ্রামের মোঃ রেজাউল হোসেনের ছেলে।
স্থানীয়রা বলেন নিহত আলহাজ্ব হোসেন পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আসছিলো টিকা নেওয়ার পরে কয়েকজন বন্ধুবান্ধবের সাথে কালিকাপুর রেল ব্রিজে ঘুরতে যায়। পরে বন্ধুদের সাথে টিকটকে মেতে ওঠে কিন্তু হঠাৎ রাজবাড়ী গামী একটি ট্রেন এসে পৌঁছালে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় সাথে থাকা তার বন্ধুবান্ধব পালিয়ে চলে যায়। পরে স্থানীয়রা রেলের উপর থেকে লাশটি নিচে নামিয়ে রাখে।
এবিষয়ে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হাসান বলেন। বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম ঘটনাস্থলে এখনই ফোর্স পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদদাতা, আলামিন হোসেন শাকির, রাজবাড়ী জেলা প্রতিনিধি।