কলমাকান্দায় নদী থেকে পলিথিন তুলতে গিয়ে নিখোঁজ কৃষক

0
194

 

কলমাকান্দা, নেত্রকোণা (প্রতিনিধি)

নেত্রকোনার কলমাকান্দায় পাহাড়ি নদী মঙ্গলেশ্বরী থেকে পলিথিন তুলতে গিয়ে এক কৃষক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

আজ (সোমবার) সকাল ৭টায় উপজেলার খারনৈ ইউনিয়নের বৈঠাখালী নামক এলাকায় মঙ্গলেশ্বরী নদীতে এ ঘটনাটি ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত চাঁন মিয়া নামের ওই কৃষককে উদ্ধার করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্র জানায়, নিখোঁজ কৃষক চাঁন মিয়া ধান লাগানোর জন্য বৃষ্টির মধ্যেই তাঁর দুই সহকর্মীকে নিয়ে বাড়ি থেকে বের হন। বৈঠাখালী গ্রামে নদী ওপর নির্মিত বাঁশের সাঁকো পার হওয়ার সময় চাঁন মিয়ার মাথায় থাকা পলিথিন কাগজটি পানিতে পড়ে যায়। সেটি তোলার জন্য নদীতে নামেন তিনি। এরপর থেকে নিখোঁজ রয়েছে চাঁন মিয়া।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা এসে উদ্ধার কাজ শুরু করে।

এই প্রতিদেন লেখা পর্যন্ত নিহতের লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার কাজ চলমান রয়েছে।