Logo
বৃহস্পতিবার , ২ নভেম্বর ২০২৩ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আঞ্চলিক খবর
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইতিহাস ও ঐতিহ্য
  8. উন্নয়ণ
  9. করোনা
  10. কৃষিবার্তা
  11. ক্যাম্পাস বার্তা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গণমাধ্যম
  15. গল্প ও কবিতা

কলমাকান্দায় ৪৯৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে উপজেলা প্রশাসন

প্রতিবেদক
admin
নভেম্বর ২, ২০২৩ ৩:৪৫ অপরাহ্ণ

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা ৪শ ৯৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসব চিনির বাজার মূল্য আনুমানিক ২৫ লাখ টাকা হবে বলে  প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে।

বুধবার (১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেতুয়া এলাকা থেকে এসব চিনি জব্দ করা হয়। এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসাদুজ্জামান। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।  তবে এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

জানা যায়, উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাকলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। এমন খবর পেয়ে অভিযানে যাওয়ার পথে বেতুয়া বাজারের একটি পরিত্যক্ত ঘরে ভারতীয় চিনি মজুদ করতে দেখেন (ইউএনও) আসাদুজ্জামান। পরে সেখানে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যানসহ ৪শ ৯৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করেন।

ইউএনও আসাদুজ্জামান বলেন, চোরাই পথে অবৈধভাবে ভারতীয় চিনি বাংলাদেশে আনা হয়৷ চোরাকারবারিরা অভিযান টের পেয়ে পালিয়ে যায়। রাতে পিকআপ ভ্যানসহ চিনির বস্তাগুলো কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে থানার এসআই সুরুজ আলী বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

সর্বশেষ - অপরাধ