কলমাকান্দায় আফরোজ খান মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ।

 

লিয়াকত আলী, ময়মনসিংহ ব্যুরো প্রধান,

হঠাৎ পাহাড়ী ঢলে গনেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয় লেংগুড়া ইউনিয়ন, নিমিষেই বন্যার পানিতে হারিয়ে যায় মানুষের ঘরবাড়ি, গবাদিপশু, ধান চাল, আসবাবপত্র, সেই সাথে বন্যার পানিতে অনেক শিক্ষার্থীর বই, খাতা,কলম।

লেংগুড়া ইউনিয়নের প্রায় পাঁচশাতাধিক ঘরবাড়ি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়।

তারই ধারাবাহিকতায় আজ ৩ ই জুলাই ময়মনসিংহস্থ আফরোজ খান মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে, লেংগুড়া ইউপির লেংগুড়া ও রাজনগর উচ্চ বিদ্যালয়ের একশোত জন দরিদ্র ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের শিক্ষার্থীদের মাঝে নগদ এক হাজার টাকা বিতরণ করা হয়েছে।

এসময়ে উপস্থিত ছিলেন, আফরোজ মডেল খান উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক, মোঃসাদির উদ্দিন, লেংগুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান, শিক্ষক মোঃ মোশারফ হোসেন, সহকারি শিক্ষক, মাকসুদুর রহমান (বিপ্লব)হযরত আলী, প্রমুখ।

এই ওয়েবসাইটের সকল লেখার দায়ভার লেখকের নিজের, স্বাধীন নিউজ কতৃপক্ষ প্রকাশিত লেখার দায়ভার বহন করে না।
এই বিভাগের আরও খবর
- Advertisment -

সর্বাধিক পঠিত

- Advertisment -