“কায়রা ফাউন্ডেশনের” আয়োজনে ঈদ প্রজেক্ট-২০২২

ফারিয়াজ ফাহিম 
স্বাধীন নিউজ।
“কায়রা ফাউন্ডেশন” এর আয়োজনে পবিত্র ঈদুল আজহা-২০২২ উপলক্ষে এবারের ঈদ প্রজেক্ট সফল ভাবে সম্পূর্ণ হয়েছে।
ঈদ প্রজেক্ট উপলক্ষে কায়রা ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় ও নির্দেশনা মতো কুরবানি দেওয়া হয়।কুরবানির সমস্ত মাংস দুস্থ,অসহায়, গরীব, দুঃখীদের মাঝে বিলিয়ে দেওয়া
 হয়।
ঈদ প্রজেক্টে এবারে তিনটা ইভেন্ট পরিচালিত হয়।১ম ইভেন্ট জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায়, ২য় ইভেন্ট কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় ও ৩ য় ইভেন্ট রাজিবপুর শাখায় করা হয়।
তিনটি ইভেন্টে দুটিতে খাসি ও একটিতে গরু কুরবানির করা হয় এবং এই তিন শাখার সকল টিম লিডারদের সকল নির্দেশনা মেনে সদস্যরা এই প্রজেক্টটি সম্পূর্ণ করে।
তিনটি শাখার টিম লিডাররা “কায়রা ফাউন্ডেশন”এর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে এবং তাদের সদস্যদের ধন্যবাদ জানিয়ে আগামী দিনেও কায়রা ফাউন্ডেশনকে এগিয়ে নিয়ে যেতে সর্বদা পাশে থাকার কথা ব্যক্ত করে।
প্রসঙ্গত,কায়রা ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবক সংগঠন। সম্পূর্ণ অরাজনৈতিক এই প্রতিষ্ঠানটি ভুক্তভোগীদের পাশে গিয়ে দাড়াচ্ছে প্রতিনিয়ত।।
এই ওয়েবসাইটের সকল লেখার দায়ভার লেখকের নিজের, স্বাধীন নিউজ কতৃপক্ষ প্রকাশিত লেখার দায়ভার বহন করে না।
এই বিভাগের আরও খবর
- Advertisment -

সর্বাধিক পঠিত

- Advertisment -