
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ার খুটাখালীতে মোবাইলে ‘ফ্রি ফায়ার’ গেম খেলতে না দেওয়ায় মো. রাকিব নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) রাত আড়াইটার দিকে খুটাখালী ইউপির পশ্চিম নয়াপাড়া ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোর রাকিব ওই এলাকার আক্তার আহাম্মদের ছেলে। সে খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
রাকিবের বাবা আকতার আহাম্মদ জানান, রাকিব তার মায়ের কাছ থেকে মোবাইল ফোন চেয়েছিল ফ্রি ফায়ার গেম খেলার জন্য। মোবাইল না দেওয়ায় অভিমানে সে আত্মহত্যা করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, রাতে গেম খেলার জন্য রাকিব মায়ের কাছ থেকে মোবাইল চাইলে তাকে মোবাইল না দিয়ে ঘুমাতে বলায় রাগ করে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।