কুরবানির ঈদ 

কলমে-   এ.আ.শ্রাবণ
হযরত ইবরাহীম আঃ ও ইসমাঈল আঃ কে রাখতে স্মরণ,
প্রতি বছর ঘটে কুরবানির ঈদের আগমন।
খোদার সন্তুষ্টির তরে সর্বস্ব ত্যাগ করতে হয়,
কুরবানির ঈদ তার ই কথা কয়।
কুরবানির ঈদ শিক্ষা দেয় ত্যাগের বাণী,
ক্রয়কৃত পশুর সহিত দাও মনের পশুরও কুরবানি।
এ কেবল প্রচলিত রীতি নয়,খোদার উপাসনা,
বড় পশু কিনে তাই অহংকার করা যাবে না।
কিন্তু বর্তমানে সবে কুরবানির শিক্ষা গিয়েছে ভুলে,
কে কার চাইতে বড় পশু কিনবে তা নিয়ে ই প্রতিযোগিতা চলে।
ভোগ আর ত্যাগের মধ্যে রয়েছে বিস্তর দ্বন্দ্ব,
তাই ভোগের তরে কুরবানি করার কাজটি বড্ড মন্দ।
অর্থ অভাবে প্রতিবেশী যদি দিতে না পারে কুরবানি,
তাদের তরে প্রসস্থ করো দানের হস্তখানি।
কুরবানির ত্যাগের মহিমা যেনো সদা অন্তরে রয়,
কুরবানি শেষে ই ভুলে যাবে এমন যেনো না হয়।
এই ওয়েবসাইটের সকল লেখার দায়ভার লেখকের নিজের, স্বাধীন নিউজ কতৃপক্ষ প্রকাশিত লেখার দায়ভার বহন করে না।
এই বিভাগের আরও খবর
- Advertisment -

সর্বাধিক পঠিত

- Advertisment -