আলামিন হোসেন শাকিরঃ
কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের সাথে বাইসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৫ জুলাই) রাত ৯ টার দিকে কুষ্টিয়া – রাজবাড়ী সড়কের কুমারখালীর সদকী ইউনিয়নের ফুলতলা এলাকায় এদুর্ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল চালক সাগর হোসেন (২৩) নিহত হয়েছেন। তিনি জেলার খোকসা উপজেলার শ্যামগঞ্জ এলাকার মৃত মুন্সী ইউসুফ আলীর ছেলে।
এছাড়াও এঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোটরসাইকেল আরোহী রাসেল আহমেদ (২২) ও বাইসাইকেল চালক মো. ইকরাম হোসেন (৫৭)। রাসেল উপজেলার বাগচী সাতপাঁখিয়া এলাকার জামাল হোসেনের ছেলে এবং ইকরাম বালিয়াকান্দি এলাকার মৃত ইয়াদ আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, একজন আরোহী নিয়ে মোটরসাইকেল চালক খোকসা থেকে কুমারখালীর দিকে যাচ্ছিলেন। বাইসাইকেলও একই দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আজ সোমবার রাত ৯ টার দিকে ফুলতলা নামক স্থানে মোটরসাইকেলটি (রেজিস্ট্রেশন বিহীন এ্যাপাচি ফের ভি ) নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেল চালক, আরোহী ও বাইসাইকেল চালক তিনজনই সড়কের ওপর পড়ে গিয়ে গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয় লোকজন তাঁদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক সাগর হোসেনকে কে মৃত ঘোষণা করে। এছাড়াও রাসেল আহমেদ ও ইকরাম হোসেন প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করেন ।
কুষ্টিয়া সদর হাসপাতালের আরএমও ডা. মো. আশরাফুল আলম বলেন, ‘ দুজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মধ্যে একজনের অবস্থা অধিক গুরুতর। তাঁকে ঢাকা রেফার্ড করা হয়েছে।’
কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ‘ মোটরসাইকেলের সাথে বাইসাইকেলের সংঘর্ষে একজন নিহত ও ২ জন হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে হাইওয়ে পুলিশ কাজ করছে।’