
মোঃ মিজানুর রহমান কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
ঘাতক রাজুর গ্রেফতার দাবী জানিয়েছে শত শত মানুষ”
ঘটনায় জানা যায় কুড়িগ্রাম নামা ভেলাকোপার জোনাব আলীর পুত্র রাজু (৩০) গত ২৪শে দিবাগত রাত্রিতে তার স্ত্রী দুই সন্তানের জননী আলিমা (২২) কে নানাবিধি অত্যাচার করে শেষ পর্যায়ে গলা চেপে ধরে মেরে ফেলছে বলে ভিক্টিমের মা ফিরোজাসহ এলাকাবাসীর দাবী।
এলাকাবাসী জানায় দীর্ঘদিন থেকে আলিমাকে তার স্বামী রাজু শারীরিকভাবে নির্যাতন ও মারপিট করে আসত। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে আলিমা বহুবার চিকিৎসা করিয়াছে। গ্রাম পর্যায়ে অনেক বিচার শালীসি করে রাজুকে বুঝানোর চেষ্টা করা হয়েছিল, তারপরও ঘাতক রাজু তার স্ত্রীর উপর শারিরীক ও মানবিক নির্যাতন কমায়নি। দুটি অবুঝ সন্তান থাকায় আলিমা এসব অত্যাচার সহ্য করে স্বামীর সংসার করে আসছে। গত ২৪শে দিবাগত রাত্রিতে রাজু নেশা করে রাত ১২ টায় বাড়ী ফেরায় স্বামী স্ত্রীর মধ্যে একটু কথাকাটাকাটি হলে রাজু আলিমাকে গলা চিপে মেরেফেলে ওড়না দিয়ে ফাঁসি দেয়ার টালবাহনা করে। প্রত্যক্ষদর্শীরা জানায় গলায় আঙ্গুলের ছাপ ও তাহার শরীরে ক্ষত বিক্ষত চিহ্নের প্রমাণ করেছে যে, রাজু তার স্ত্রী আলিমাকে মেরে ফেলেছে বলে ধারনা করছে এলাকাবাসী।
এজন্য ঘাতক রাজুকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় ভিক্টিমের পিতামাতা ও এলাকাবাসী।