
নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের শ্যামনগর উপজেলার ৫ নং কৈখালী ইউনিয়নের আওতাধীন দায়িত্ব থাকা জনপ্রতিনিধিগণ ছাপ ঠিকাদার নামে পরিচিত হয়েছে।
রক্ষক হয়ে যদি ভক্ষণ করে তাহলে বেড়ীবাঁধ সঠিক ভাবে সংস্কার কিভাবে হবে।পরিবেশ ও বৈচিত্র্য ধ্বংস করে বেড়ীবাঁধের সাইটে থাকা গাছ ও নদীর বিভিন্ন প্রজাতির গাছ ভেকু দিয়ে কেটে নিধন করছে। এর পরেও বেড়ীবাঁধ ছাড়া ১৫থেক২০ ফুট দুর থেকে মাটি নেওয়ার কথা থাকলেও মানছে না ছাপ ঠিকাদার। দ্রুত কাজ উঠিয়ে নানা সুবিধার লোভ দেখিয়ে মিল করে বুঝিয়ে দিচ্ছে ঠিকাদারকে। কালিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন কৈখালী কাটামারী। বেড়ীবাঁধ সংস্কার এর জন্য ঠিকাদারের মাধ্যমে টেন্ডার হলে স্ব -স্ব অফিসের কর্মকর্তাদের মাধ্যম দিয়ে স্ব-স্ব ইউনিয়নের দায়িত্ব থাকা পানি উন্নয়ন বোর্ডের ওয়ারকেস্টানদের সাথে মিল করে জনপ্রতিনিধিদের ছাফ ঠিকাদার এর দায়িত্ব দিয়ে বেড়ীবাঁধ সংস্কার এর কাজ করলে তাতে অনেক লাভাংশ পাওয়া যায়। যার কারনে পানি উন্নয়ন বোর্ডের দায়িত্ব থাকা কর্মকর্তারা তাদের অফিসের ওয়ারকেস্টান দিয়ে জনপ্রতিনিধিদের ছাপ কন্টাকটার বেড়ীবাঁধের কাজ পরিচালনা করে আসছে।
নাম প্রকাশ অনিচ্ছুক অনেক লেবার সরদার সহ স্থানীয় শ্রমিকরা দুঃখ প্রকাশ করে বলেন এখন আর আমরা বেড়ীবাঁধ সংস্থার এর কোন কাজ পাইনা।
এলাকাবাসীর কাছে জানতে চাইলে অনেকেই বলেন আমরা সব সময় কাজের পাশে থাকি আর সবাই আলোচনা করে ছাপ ঠিকাদার না কি মেম্বার শমশের আলম। বেড়ীবাঁধ এর সংস্কারের কাজ টেন্ডার ঠিকাদারের মাধ্যমে পেলেই স্ব স্ব উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৌড়ঝাঁপ শুরু হয় আর এই সুযোগটা ঠিকাদার হাত ছাড়া করতে চায় না। কারন কাজের বিল করতে গেলে উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজন হয়।
এবিষয়ে, ইউপি সদস্য শমসের আলমের সাথে কথা হলে বলেন, সাতক্ষীরার রফিক ঠিকাদারের হতেই কাজ নিয়ে, আমি নিজেই ভেকু গাড়ী দিয়ে ১১০০ ফুট অথবা ১১ চেইন কৈখালীর কাটামারী গ্রামে কাজ করতেছি এবং প্রয়োজনীয় গাছ কাটতেছি।সরেজমিনে গিয়ে দেখা যায় ওয়াবদা বেড়িবাঁধের ওপর প্রয়োজনীয় মাটি বেড়িবাঁধের খুব কাছ হতে কেটে কাজ করা হচ্ছে উল্লেখিত নিয়ম অনুযায়ী বেড়িবাঁধের ঢালের সাইট হতে সর্বনিম্ন ১০ ফুট রেখে মাটি কাটার নিয়ম।
সল্প খরচ ও অধিক লাভবানের আশায় লেবার না লাগিয়ে ভেকু গাড়ী দিয়ে অপ্রয়োজনীয় কাছ কেটে ভয়ংকর বিপদের মুখে ঠেলে দিচ্ছে কৈখালীকে।
এ ঘটনায় কালিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের এসও তন্ময় হালাদারের সাথে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের জানান সংবাদ প্রকাশের পর আপতত কাজটা বন্ধ আছে বিষয়টি গুরুত্বসহকারে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।