
জি,এম,আমিনুর রহমান স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকেঃ
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিমকে ইউনিয়নবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৩ ই জুলাই বুধবার সন্ধ্যা ৭টায় ০৫ নং কৈখালী ইউনিয়নের জয়াখালী ৭৮ নং মোহাজেরিন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই গনসংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত গনসংবর্ধনা অনুষ্ঠানে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শেখ শাহিনুর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি ও শ্যামনগর সদর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান এস এম জহুরুল হায়দার বাবু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঈশ্বরীপুর ইউনিয়নের চেয়ারম্যান এ্যাডভোকেট শুকর আলী, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ মুজিবুর রহমান, সমাজ সেবক আব্দুল হামিদ গাজী, আব্দুর রহমান আবু, আওয়ামীলীগ নেতা সুধাংশু মন্ডল, বাবু, হাবিবুর রহমান, ইউপি সদস্য আব্দুর রশিদ, গাজী শমসের আলম, মোঃ আমিনুর রহমান মল্লিক,মোঃ রাশিদুল ইসলাম সহ ইউপি সদস্য সদস্যা ও সাংবাদিক বৃন্দ উপস্থিতি ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন
নাজমুল হোসেন রাজা।