
ইয়ামিন হুসাইন, ঢাকা
লিটন-মিরাজদের একের পর এক ক্যাচ মিসের মহড়া। সাকিব-তাসকিনদের চরম হতাশা। চট্টগ্রাম টেস্ট যেন, ফিরে এসেছে ঢাকায়।
শ্রেয়াস আইয়ার কিংবা ঋষভ পন্ত। কেউই কিন্তু করতেন না অর্ধশত। যদি কিনা লিটন-মিরাজরা ক্যাচ মিস না করতো।
টেস্ট ম্যাচ হলো সেশন বাই সেশনের খেলা। প্রত্যেক সেশনেই ভালো করতে হবে, অন্য সেশন গুলো থেকে। বাংলাদেশ দ্বিতীয় দিনের প্রথম সেশন যেভাবে শুরু করেছিল ৩ উইকেট নিয়ে, তখন মনে হয়েছিল, দিনটা ভালোই কাটবে স্বাগতিকদের। কিন্তু দ্বিতীয় সেশনে তা হয়নি।
২৫ ওভারে ১৪০ রান তোলে সফরকারী ভারত। যার মূল কারিগর ঋষভ পন্ত। ওভার প্রতি প্রায় ৬ রান করে, অনেকটা ওয়ানডে মেজাজেই ব্যাট করছিল ভারত।
তবে তৃতীয় সেশন আবার পুরোপুরি ভিন্ন। যেখানে সাকিব-তাইজুলদের স্পিন ঘুর্ণিতে পুরোপুরি পাল্টে যায় খেলার গতি। ভারত অলআউট হয়ে যায় ৩১৪ রানে। ৪টি করে উইকেট নেয় কাপ্তান সাকিব এবং তাইজুল।
এরপর ২য় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৭ রান। আজ তৃতীয় দিনেই বোঝা যাবে কে হচ্ছেন ঢাকায় টেস্টের চালক।
মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়।