এম.এস আরমান,নোয়াখালী।
নোয়াখালী কোম্পানীগঞ্জের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতিকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪ জন।
বুধবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাচন অফিসে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতিকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তারা।
এবিষয়ে নোয়াখালী-৫ আসনে হাতপাখা প্রতিকে সাবেক এমপি পদপ্রার্থী আলহাজ্ব মাওঃ আবু নাছের বলেন,দলীয় সিদ্ধান্তে অনেক যাচাই-বাছাইয়ের পর মুছাপুর ইউনিয়ন থেকে ইঞ্জিনিয়ার মোহাম্মদ নওশাদ, রামপুর ইউনিয়ন থেকে মাওঃ শহিদুল ইসলাম, চরকাঁকড়া ইউনিয়ন থেকে মুফতি আবদুর রহীম ও চরএলাহী ইউনিয়ন থেকে মাওঃ মোশারফ হোসেন কে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়া হয়।
নির্বাচনী প্রস্তুতীর বিষয়ে তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহণের লক্ষে যথেষ্ট প্রস্তুতী সম্পন্ন করেছেন। তারই ধারাবাহিকতায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতিকে অংশগ্রহণ কার্যক্রম অব্যহত রয়েছে। যদি সুষ্ঠ নির্বাচন হয় আমাদের প্রার্থীরা নির্বাচিত হবেন বলে দাবী করেন আলহাজ্ব মাওঃ আবু নাছের।
এসময় আরও উপস্থিত ছিলেন,ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্বের সাধারণ সম্পাদক ইউসুফ পিয়াস। ইসলামী ছাত্র আন্দোলন নোয়াখালী জেলা দক্ষিণের বিশ্ব বিদ্যালয় বিষয়ক সম্পাদক ওলি উল্যাহ প্রমূখ।