মোঃ আবদুল্লাহ আল ওবায়েদ, উখিয়া উপজেলা প্রতিনিধি।
অদ্য ২৬শে নভেম্বরে ২০২১ ইং, রোজ শুক্রবার কক্সবাজার জেলার উখিয়া উপজেলা অন্তর্গত কোর্টবাজার অরিজিন হাসপাতাল স্থানান্তর ও দিনব্যাপী মেডিকেল ক্যাম্প শুভ উদ্বোধন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দীন আহমেদ। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন চিকিৎসক ও কবি আদিল উদ্দিন চৌধুরী, উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি ইমাম হোসেন। আরো উপস্থিত ছিলেন অরিজিন হাসপাতালে চেয়ারম্যান মুফিজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান মাওলানা শাহ নাওয়াজ, এমডি মোহাম্মদ ইউনুছ, মোহাম্মদ হাশেম,মাওলানা আব্দুল করিম সহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন কোর্ট বাজার সুচিকিৎসার জন্য পূর্বে ভালো কোনো হাসপাতাল ছিলো না। যার ফলে অনেক রোগ চিকিৎসার অভাবে মারা যায়। মানুষের চাওয়াকে প্রাধান্য দিয়ে একটি আধুনিক মানে হাসপাতাল উপহার দেয়ায় অরিজিন কতৃপক্ষের ধন্যবাদ জানায় এবং হাসপাতালে উত্তরোত্তর কামনা করেন। হাসপাতালে যেকোনো সমস্যার পাশে থাকার প্রতিশ্রুতি দেন।