
জসীম উদ্দিন জয়নাল, বিশেষ প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় সারা দেশে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের অংশ হিসাবে ৪র্থ পর্যায়ে খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলায় হতদরিদ্র, বিধবা, প্রতিবন্ধিদের মাঝে জমিসহ ১৪৬৬ পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২২মার্চ ২০২৩ইং) সকালের দিকে জমিসহ ৩৯,হাজার ৩৬৫টি পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রম গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমিসহ ঘর হস্তান্তর উদ্বোধন এর পর খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলা অডিটোরিয়ামে ভারত প্রত্যাগত উপজাতীয় শরর্ণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ও খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, সুবিধা ভোগীদের মাঝে ঘরের চাবি সহ জমির দলিল হস্তান্তর করেন।
এসময় খাগড়াছড়ি পুলিশ সুপার মো. নাইমুল হক, দিঘীনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাশেম, দিঘীনালা উপজেলা নির্বাহী অফিসার মো. আরাফাতুল ইসলাম, দিঘীনালা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
৪র্থ পর্যায়ে খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলায়
১হাজার ৪শ’৬৬ পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন। খাগড়াছড়ি সদর উপজেলায় ১৩৬টি, মহালছড়িতে ৮০টি, দীঘিনালায় ৩৫০টি, পানছড়িতে ১২৭টি, রামগড়ে ১৩৩টি, গুইমারায় ৭৫টি, মাটিরাঙ্গায় ১৫০টি, মানিকছড়িতে ২২৫টি এবং লক্ষীছড়িতে ১৯০টি হস্তান্তর করা হয়েছে।
প্রতিটি ঘরে ব্যয় হয়েছে ২লাখ ৮৪ হাজার টাকা।