খাগড়াছড়িতে রমজানে দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে মাঠে নেমেছে. জেলা প্রশাসক ও পুলিশ সুপার

জসীম উদ্দিন জয়নাল,বিশেষ প্রতিনিধিঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে সরকারের নির্দেশনা অনুযায়ী মাট পর্যায়ে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে খাগড়াছড়ি বাজার পরিদর্শনে নেমেছে জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

বৃহস্পতিবার (২৩ মার্চ ২০২৩ইং ) দুপুরের দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান ও খাগড়াছড়ি পুলিশ সুপার মো: নাইমুল হক এর নেতৃত্বে খাগড়াছড়ি শহরের মাছ,মাংস, সবজি, মুদি দোকান, খুচরা বাজারে বিভিন্ন দোকান পরিদর্শন করেন।

এ সময় খাগড়াছড়ি সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির যুগ্ন-সাধারন সম্পাদক ফরিদুল আলমসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোগ্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ রাখতে। পণ্যের মান ও দাম নিয়ে কোনো ধরনের কারচুপি করতে না পারে এবং সাধারণ জনগণ পণ্য ক্রয় সীমার মধ্যে থাকে। সেই লক্ষ্যে বাজার মনিটরিং সময় প্রত্যেক দোকানদার কে প্রতিটি পণ্যের নির্ধারিত মূল্যের নোটিশ বোর্ডে লিখার আদেশ দেন।

 

খাগড়াছড়ি পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম বাজার মনিটরিং এ বলেন,পবিত্র রমজান মাস কে উপলক্ষ করে কোনো অসাধু মহল যেন ক্রেতাদের কাজ থেকে পণ্যের অতিরিক্ত মূল্য আদায় করতে না পারে আমরা সেই দিকে লক্ষ্য রাখছি। বাজারে প্রতিদিন পুলিশের একটি সিভিল পোশাকে টিম থাকবে। যদি কোথাও অতিরিক্ত মূল্য আদায়ের তথ্য পাওয়া যায় সাথে সাথে তার বিরুদ্ধে আইন আনুক ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

 

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো সহিদুজ্জামান বলেন পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ানো যাবে না।খাদ্যপণ্যে কোনো প্রকার ফরমালিন ব্যবহার করা যাবে না। রজমান মাসে সাধারণ ক্রেতার জন্য দ্রব্যমূল্যের দাম যেন অস্থিতিশীল না হয়, সহনশীল পর্যায়ে থাকে এ জন্য প্রতিনিয়ত বাজার তদারকি করা হবে জানিয়ে তিনি আরো বলেন বাজার ঘুরে দেখেছি, কোনো পণ্যের ঘাটতি নেই। নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক আছে। দাম বৃদ্ধির কোন সম্ভাবনা নেই বিধায় ভোক্তাদের আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই।রমজান মাসে নিত্যপণ্য মজুদ,পঁচা, বাসি ও ভেজাল খাদ্যদ্রব্য যেন বিক্রি না হয় সেদিকেও জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নজর থাকবে ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা জোরদার করা হবে।

এই ওয়েবসাইটের সকল লেখার দায়ভার লেখকের নিজের, স্বাধীন নিউজ কতৃপক্ষ প্রকাশিত লেখার দায়ভার বহন করে না।
এই বিভাগের আরও খবর
- Advertisment -

সর্বাধিক পঠিত

- Advertisment -