খাগড়াছড়ি মাইনী ব্রিজ ভেঙ্গে পাথরবোঝাই ট্রাক নদীতে যোগাযোগ বন্ধ

 

জসীম উদ্দিন জয়নাল,বিশেষ প্রতিনিধিঃ

খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলার মাইনী ব্রিজ ভেঙ্গে পাথরবোঝাই ট্রাক নদীতে পড়ে যাওয়ার কারনে দীঘিনালা থেকে সাজেক ও বাঘাইছড়ি সড়কে যোগাযোগ বন্ধ রয়েছে।

 

মঙ্গলবার (৭ মার্চ ২০২৩ইং ) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

মাইনী ব্রিজ ভেঙে পরার কারনে সাজেকের পর্যটকরা দুর্ভোগে পড়েছেন। তবে ছোট আকারের যান, পিকআপ বিকল্প সেতু দিয়ে চলাচল করছে। দীঘিনালা থেকে সাজেক ও বাঘাইছড়ি সড়কে পণ্যবাহী ও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

 

স্থানীয় সূত্র জানায়, সীমান্ত সড়কের কাজের জন্য ট্রাকটি (চট্ট মেট্রো-শ ১১-৩৫০০) পাথর নিয়ে যাচ্ছিল। বাঘাইছড়ি উপজেলার দিকে প্রবেশের সময় সেতুর শেষ মাথায় পৌঁছার সঙ্গে সঙ্গে সেতুর পাটাতন ভেঙে নদীতে পড়ে যায়। এ ঘটনার পরপরই চালক পালিয়ে যান। সেতু ভেঙে পড়ায় দুপাশের পর্যটকরা ভোগান্তিতে পড়েছেন।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা প্রশাসক মো. সহিদুজামান, জেলা পুলিশ মো. নাইমুল হক, দিঘীনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:কাশেম, দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরাফাতুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

সেনাবাহিনীর ২০ ইসিবির উপ-অধিনায়ক মেজর আবু নোমান মো.মঈনুল ইসলাম জানান, সড়ক ও জনপদ বিভাগের সহায়তায় দ্রুত সেতুটি মেরামতের উদ্যোগ নেওয়া হবে।

এই ওয়েবসাইটের সকল লেখার দায়ভার লেখকের নিজের, স্বাধীন নিউজ কতৃপক্ষ প্রকাশিত লেখার দায়ভার বহন করে না।
এই বিভাগের আরও খবর
- Advertisment -

সর্বাধিক পঠিত

- Advertisment -