খাগড়াছড়ি আলুটিলা সংরক্ষিত বনাঞ্চলে একটি বনবিড়াল অবমুক্ত করলেন বনবিভাগ।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ

রোববার (১৭জুলাই )রাত সাড়ে বারোটার দিকে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের কালাপানি এলাকায় রাতে বনবিভাগের টহলরত অবস্থায় রাস্তার পাশে পড়া থাকা অসুস্থতাবস্থায় একটি বিড়ল প্রজাতির বনবিড়াল উদ্ধার করেন জালিয়াপাড়া বন বিভাগ।

জালিয়াপাড়া বন বিভাগের কর্মকর্তা অনুকর চাকমা জানান, বিড়ল প্রজাতির বনবিড়ালটি সোমবার গুইমারা উপজেলা প্রাণিসম্পদের ডা:মো:আলমগীর হোসেন,র কাছে চিকিৎসা শেষে খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো:হুমায়ুন কবির,র নির্দেশনা মতে আলুটিলা সংরক্ষিত বনাঞ্চলে সোমবার দুপুরের দিকে বিড়ল প্রজাতি বন বিড়ালটি অবমুক্ত করেন

বিড়ল প্রজাতির বনবিড়ালটি অবমুক্ত করার সময় জালিয়াপাড়া বন বিভাগের কর্মকর্তা কর্মচারি উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের সকল লেখার দায়ভার লেখকের নিজের, স্বাধীন নিউজ কতৃপক্ষ প্রকাশিত লেখার দায়ভার বহন করে না।
এই বিভাগের আরও খবর
- Advertisment -

সর্বাধিক পঠিত

- Advertisment -