
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পৌরসভার ২০২২-২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী।
মঙ্গলবার (১৯জুলাই ২০২২ইং) দুপুরের দিকে খাগড়াছড়ি পৌরসভার সম্মেলন কক্ষে প্রভাত তালুকদার এর সঞ্চালনায় ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট অনুষ্টানে সভাপতিত্ব করেন পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী ।
খাগড়াছড়ি পৌরসভার এবারে উন্মুক্ত বাজেট ২০২২-২৩ অর্থ বছরের টেক্স্ রেইট,ফিস ইজারা, অন্যান্য উন্নয়ন খাত ব্যাতিত রাজস্ব খাতে সরকারি অনুদান সরকারি প্রকল্প অনুদান, মুলধন, পারম্ভিক স্থিতিসহ সব মিলিয়ে সর্বমোট আয় ধরা হয়েছে ৭৮ কোটি ৫৭ লাখ ৩হাজার ৮শত ৩ টাকা। মুলধন বাবদ ব্যায় ধরা হয়েছে ৫৮ কোটি ২৮ লাখ ৮৪ হাজার ৬শত ৭৪ টাকা। অবশিষ্ঠ বাকি স্থিতী ধরা হয়েছে ২০ কোটি ২৮ লাখ ১৯ হাজার ১শত ২৯ টাকা।
উন্মুক্ত বাজেট ঘোষণাকালে সভাপতির বক্তব্যে পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী বলেন, বাংলাদেশ সরকারের রুপকল্প ২০২১ থেকে ২০৪১ সাল বাস্তবায়ন ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমাসের স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য বর্তমান সরকার নিরলসভাবে কাহ কনে যাচ্ছে। খাগড়াছড়ি পৌরসভাকে আধুনিক নান্দনিক জনবান্ধব পৌরসভা গড়ে তোলার জন্য নাগরিকের সহযোগীতা কামমনা করেন।
এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা সমাজসেবা অধিদপ্তরেরর সহকারি পরিচালক মো: জসিম উদ্দিন, জেলা পৌরসভা নির্বাহী কর্মকর্তা পারভীন খন্দকার, সিনিয়র সাংবাদিক তরুন কুমার ভট্রাচার্য, জেলা প্রেস ক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া, সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদ্বীপ চৌধুরি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
বাজেট অনুষ্টানে, পৌরসভার প্যানেল মেয়র মো:শাহ আলম, পৌর কাউন্সিল অতিশ চাকমা, পৌর কাউন্সিলর পরিমল দেবনাথ, পৌরসভার কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।