ফিচার ডেস্ক
একদিন এক কনফারেন্সে বিল গেটস জানালেন, তিনি তার সন্তানদের অঙ্ক শেখানোর জন্য খান অ্যাকাডেমির ভিডিও ব্যবহার করেন। তারপরই খানের পাঠগুলো ভাইরাল হয় ইন্টারনেটে।
খান অ্যাকাডেমির শিক্ষার্থীদের সঙ্গে সালমান আমিন খান। ছবি: ম্যাকনেয়ার ইভান্স
সালমান আমিন খানের বয়স তখন বিশের ঘরে। বোস্টনের একটি হেজফান্ডে অ্যানালিস্ট হিসেবে কাজ করতেন তিনি। নিউ অরলিন্সে বাস করা তার তুতো বোন নাদিয়া তার কাছে গণিত বোঝার আবদার করলো।
বোনের অঙ্কে একটু দুর্বলতা ছিল, তাই সালমান খান ওরফ স্যাল খান তখন টেলিফোনে নাদিয়াকে অঙ্ক শেখাতে শুরু করলেন। স্যালের কাছে পড়ে নাদিয়া গড়পড়তা স্টুডেন্ট থেকে ক্লাস টপার বনে গেল।
লুইজিয়ানার ১৫ জন তুতো ভাইবোনকে দূরশিক্ষণ পদ্ধতিতে বীজগণিত আর ক্যালকুলাস পড়াতে শুরু করলেন স্যাল খান। পড়ানোর সুবিধার্থে নিজে একটা ওয়েবসাইট ও কিছু সফটওয়্যার তৈরি করে ফেললেন। ওই সফটওয়্যারগুলোর কাজ ছিল অনুশীলনী তৈরি করা।