নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুরে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার দিয়েছে জেলা ছাত্রলীগ। বুধবার (৬ জুলাই) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি স্কুল মাঠে প্রায় ৫০জন ছেলে ও মেয়ে শিশুদের হাতে ঈদের নতুন জামা তুলে দেন জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মো. সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির মোড়ল। ঈদ উপহার পাওয়া শিশুদের এ সময় হাসি ও ভীষণ খুশির আমেজ দেখা গেছে।
এসময় সাধারণ সম্পাদক নাছির মোড়ল বলেন অসহায় শিশুদের জন্য জেলা ছাত্রলীগ সবসময় পাশে আছে এবং থাকবে। প্রথম পর্বে ৫০জন শিশুদের জন্য ঈদের পোশাকের ব্যবস্থা করেছি আমরা। এই ধারাবাহিকতা ঈদের আগের দিন পর্যন্ত থাকবে। উপহার হিসেবে সামান্য হলেও শিশুদের মুখের হাসি আর ওদের প্রাপ্তির আনন্দই আমাদের স্বার্থকর্তা।