
শরিয়তপুর থেকে
এবি এম জিয়াউল হক টিটু
(২৩জুলাই শনিবার) সকাল ১০ ঘটিকায় গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে সরকার সেবাদানকারী দপ্তরের সকল কর্মকর্তাগনের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার ভুমি সুজন দাশগুপ্ত, গোসাইরহাট উপজেলা কৃষি অফিসার সাহাব উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার হাসিবুল হক, গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ আসলাম শিকদার, মহিলা বিষয়ক সহ সকল কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।
আলোচনা সভায় সরকারি বিভিন্ন সেবার মান উন্নয়ন এবং চলমান সেবা প্রদানকারী সরকারি কার্যক্রম গতিশীল করা ও সকল কর্মকর্তা কর্মচারীদের দ্বায়ীত্বশীল হয়ে দেশপ্রেম নিয়ে কাজ করার জন্য আলোচনায় পরামর্শ দেয়া হয় । একইসাথে তাদেরকে নাগরিক সেবার সর্বোচ্চ মুল্যায়নের ভিত্তিতে কর্মকর্তাদের পুরস্কার দেওয়ারও কথা জানিয়েছেন।